মোর স্বয়নে স্বপনে রয়েছে যার নাম লেখা
আমি আজ নতজানু হয়েছি তাহার হৃদয়ের মাঝে।
হৃদয়ে এঁকেছিলাম যার ছবি,
সে অবিরত মূর্ছা যাইতেছে শরতের সত্তার মাঝে।
যুগের অধমেরা রয়েছে তাহার'ই পাশে একের পর এক সারিবদ্ধ ভাবে,
এ এক গভীর হৃদয় বিষাদ।


আমি এক কলমধারী চিত্রকর আঁকি শুধু প্রেম, প্রণয় আর বিষাদের ছবি।
মৃত্যুর মাঝে জীবনকে তুলিয়া ধরি চমৎকারভাবে!
হৃদয় জানে তাহার স্বাধীনতা কতটুকু…
মনুষ্য হৃদয়ে ভালোবাসা কখনো মরে না।
হৃদয় বিষাদের পরেও কেউ কেউ রয়ে যায় অপেক্ষায়,
বছরের পর বছর অনন্তকাল গুপ্ত স্মৃতির পাতায়।