স্রষ্টারা সৃষ্টিতেই ব্যস্ত
তাদেরই সৃষ্টি আমি এক স্পন্দনরত মনুষ্যবৃক্ষ।
প্রানের সঞ্চার ঘটেছে বহুকাল আগেই…
আমৃত্যু জীবন যদিও নয় কাম্য!
কিন্তু তারই মাঝে যদি বেজে ওঠে,
জীবনে মরণের ছায়া।
সন্তান হারা মায়েরাই বোঝে সেই কষ্ট,
জীবনে আনন্দের মাঝে-
হঠাৎ বেজে ওঠে বিষাদের সুর!
দুঃখ,কষ্ট,বেদনা একত্রে জর্জরিত হয়
এই মনুষ্যবৃক্ষ সমাজে।
গোটা সমাজ আজ জর্জরিত,কিছুটা দুর্নীতিগ্রস্ত,
মানবের অপ্রত্যাশিত সুপ্ত বাসনায়।
তারই মাঝে আবার শোনা যায় ক্ষুধার্তের হাহাকার,
পথ ভিক্ষুকের আর্তনাদ।
বাতাসে ভেসে বেড়ায় কত স্বজন হারার কান্না…
ক্রন্দনরত সব এই মনুষ্যবৃক্ষ জাতি।
হৃদয়ে দুর্ভিক্ষের ভাটা পড়েছে,
তবুও বিদ্রোহীরা নিশ্চুপ!প্রলয় ঘটছে অবিরত…