অবসন্ন হেমন্তের পড়ন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা হল
আস্তে আস্তে কুয়াশায় ভরে যাচ্ছে চারিদিক।
বিকেলের কোলাহল সন্ধ্যা গড়াতেই হঠাৎ স্তব্ধ হয়ে গেল…
চারিদিক এখন স্তব্ধ জনমানব শুন্য।
বিস্মৃত পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কুয়াশা…
যেন হৃদয়ের সমস্ত অনুভূতি বাতাসে মলিন হয়ে যাচ্ছে,
অ'ঝরে ঝরে পড়ছে সমস্ত স্মৃতি গাছের পাতা হইতে টিপ টিপ শব্দে ক্রমশই।
কত মানুষের না বলা কথা,কত আবেগ,কত প্রেম,
যারা সযত্নে বুকে চেপে রেখেছিল পথচারীকে শুনাবে বলে,
তারাও আজ বিলীন হয়ে গেছে এই কুয়াশায় ঢাকা সান্ধ্যময় পথে।
কনকনে বাতাসে সবাই নিজ গৃহে মুষ্টিবদ্ধ হয়ে আছে,
তারা কেউ বদ্ধ ঘরে মুখ গুমরে বসে আছে কারোর অপেক্ষায়…
কেউ আবার স্বপ্ন দেখছে,নিজের অজান্তেই মন খারাপের সঙ্গী হচ্ছে কেউ কেউ।
হৃদয়ের অনুভূতি চাপা পড়ছে এই শহরে প্রতিনিয়ত
দিনের আলোয় ঝাপসা হওয়া সুবিস্তৃত মরুভূমির মতো।