বুঝলে বন্ধু! হৃদয়ে সবারই তো যাতনা আছে
তবুও মানুষ হেসে খেলে দিন পার করছে পরমানন্দে।
কিন্তু আমি তো একজন সত্যসন্ধানী মানুষ…
অন্যায়কে কিছুতেই বুকে চেপে ধরে রাখতে পারি না।
তাইতো প্রতিবাদ করি সর্বসম্মুখে,
কিন্তু তবুও সবাই আমাকে মিথ্যাচার ভাবে।
আচ্ছা বন্ধু! এবার তুমি বলতো আমাকে-
ভালো মানুষ কি আজও আছে বেচেঁ?
আমি তো দেখছি সবাই নিজের স্বার্থের কথা ভাবে।
সমাজের চারিদিক আজ দুর্নীতি,মিথ্যাচারে, অমানবিকতা'য় ভরে গেছে,
আপনের খোঁজে মানুষ আজ দিশেহারা।
তুমি কিংবা আমিও মানুষ'ই তো বটে!
কিন্তু সমাজ তো আমাদের দুর্বল ভাবে
গরীবের ঘরে জন্মেছি বলে।
বুজলে বন্ধু!এই জগতে শিক্ষার বড়ই অভাব
বিকৃতি মস্তিষ্ক নিয়ে বসে আছে ফাঁপা মানুষজন।
যুগের অধমেরা সাজছে ভালো সবার মাঝে,
যেন তাদের ছাড়া কেহ নাই ভালো এই সমাজে।
তোমার আমার মনের সংলাপ কী সবার মাঝে সাজে!
আজকের এই শিক্ষিত মহারথীদের আধুনিক যুগে।
কথাগুলো না হয় চাপা'ই থাক তোমার আমার
মাঝে-
যতদিন না হৃদয়ের ফুল ফোটে অধম'দের মস্তকে।
সবাই দেখছে দেখুক…
তুমিও দেখো,আমিও দেখি,
সমাজের যাতনা সবার মনের মাঝে।