আমরা কখনোই জানতে চাই না…
যারা ভালো নেই তাদের কথা।
কখনো কি কাউকে একবারও ডেকে জিজ্ঞেস করি
কেন তুমি ভালো নেই?


অহমিকা মানুষকে ঠেলে দেয় দুঃখের স্বর্গে!
ক্রমশ অন্ধকার হয়ে উঠে রঙিন যৌবন।
কখনো ব্যক্তিগত হতাশা,কখনো বা জয়-পরাজয়ের শেষে…
অবসন্ন হয়ে ওঠে রঙিন যৌবনের জলসাঘর।


আট থেকে আশি সকলেই আজ মূর্ছা যাইতেছে…
হৃদয় বিষাদের নগরে কিংবা ব্যর্থতা সাফল্যের হিসাব-নিকেশ কষতে।


যারা ভালো নেই তাদের জন্য আমি বলতে চাই,
একটিবার তাকিয়ে দেখো চারিদিক আজ অন্ধকার!
তোমার মুখ চেয়ে বসে আছে অজস্র মানুষ।


তারা কেউ নিরুপায়,কেউ স্বজন হারা,
আবার কেউ বা নিঃসঙ্গ একাকী…
কেউ তো তাদের কথা বলে না,
তারাও তো ভালো নেই।