আমি স্বপ্ন হয়ে ঘুরে বেড়াই
জীবনের হাহাকারের মাঝে।
আমি জীবনকে অনুভব করি,
সুখ দুঃখ সকলের মাঝে।
আমি লুকিয়ে থাকা কবি হয়ে
আশ্বাস জোগাই,মনের মাঝে।
কত আর্তনাদ শুনতে পাই…
অজস্র হৃদয়ের মাঝে,
বুঝতে পারি না মানুষ হয়ে।
হৃদয়ের স্পন্দনেও লুকিয়ে থাকে,
কত না বলা কথা…
বুকভরা অজস্র ব্যথা-
মুখে হাসিতে লুকালেও,
চোখের পলকেও যায় না লুকানো!
সেই না বলা কথায় ফুটে ওঠে,
স্বপ্ন হয়ে ক্ষণস্থায়ী জীবনের মাঝে।