অবশেষে বন্ধু তুমি গেলে চলে,
এক জীবন থেকে আরেক জীবনের তরে।
প্রথম জীবনে ছিল তোমার,
বিরহ,উদাসীনতা আর নীরব অভিমান!
তবুও কভু তুমি হার মানতে চাওনি,
আর কখনো চেয়ো না।
কাঁদো কাঁদো মুখ নিয়ে আজ
তুমি নিলে নিজ গৃহ হতে বিদায়।
কত আপনেরে কাঁদালে তুমি,
নিজেও কাঁদলে আপনের চেয়ে বেশি প্রিয়জনের কথা ভেবে,
কিন্তু সেই প্রিয়জন তোমার কথা আজ নাহি ভাবে।


এখন তুমি এসেছ নতুন জীবনের পথে…
এই জীবনে যেন প্রিয়জনের কথা নাহি ভাবা চলে।
এই জীবনে আছে সংগ্রাম,আছে লক্ষ্য,
আরোও আছে জীবনের অজস্র পথ চলা বাকি।
ভালোবেসে কেউ হয় রাজা কেউ বা হয় ভিখারি!
তোমার সম্মুখে রয়েছে হাজারো স্বপ্নের ঝুড়ি,
বিদায়ের ক্ষণে নিয়েছিলে যে লক্ষ্য,
জানি কভু হবে না তুমি পথভ্রষ্ট।
হৃদয়ে রয়েছে যে ছবি আঁকা,জানি ক্ষণে ক্ষণে তা দেয় ব্যথা।
জীবনে চলার পথে আসবে অনেক বাধা,
তবু নিজের হৃদয়কে জীবনের পথে রেখো সাদা।