অন্ধকারের পরে যদি আসে আলোকময়
তবে তার ব্যাপ্তি কতদূর...
কষ্টের পর যদি আসে সুখ,
তবে তা কিরূপ আনন্দের রূপ।


যদি জানতে পারতাম
জীবনের বিস্তৃতি...
তবে শুধু রেখে যেতাম,
বিহানে এরই গীতি।


যদি জানতে পারতাম,
ভালোবাসা আজও মৃতপ্রায়-
তবে শুধু রেখে যেতাম,
বিরহের গান,গীতি ও স্মৃতি।


জেগে উঠুক নব পথিকেরা,
জেনে সব ব্যর্থ হৃদয়!
যদি মেনে নেয় সবই-
তবে তাদের হবেই সুনিশ্চিত জয়।