ওগো,স্বামী গিরিজাত্মানন্দ!
তুমি যুগের বিবেকানন্দ।
তোমার মুখে নিঃসৃত হয়
আধ্যাত্মিকতার বাণী।
তোমার চরণে আশ্রিত মোরা,
প্রভু ঘোচাও মোদের দুঃখ গ্লানি।
তুমি বীর্যবান,তুমি ত্যাগী,
তুমিই মোদের ঈশ্বর।
এই জগত সংসারে ধর্মের উপর নেই কোন বাণী!
তোমার শিক্ষায় জ্বালাতে চাই…
বিশ্বজুড়ে তোমারই বাণী।
তোমার চরণ ধুলায় মোদের হৃদয় হবে ধন্য,
মোদের বিবেকানন্দ তুমি স্বামী গিরিজাত্মানন্দ।