ভালোবাসা হীনা জীবন কী আদৌ সম্ভব-
সেথায় যদি না থাকে কোন চাওয়া-পাওয়া,
একে অপরের জন্য সংগ্রাম দ্বন্দ্ব-দুঃখ-কষ্ট।
জীবনে ঝরা পাতার মতো এক এক করে...
বসন্তগুলো পেরিয়ে যায় অবিরামভাবে।
সুন্দর জীবনের অপেক্ষায় মোরা বাঁধতে থাকি,  
দো'টানা স্বপ্নগুলোকে...
কঠিন সত্যের পথ পেরিয়ে সফলতা অর্জনের পর,
জীবনের কষ্টগুলো অনুপ্রেরণা হয়ে ওঠে!
ক'জনই বা জানে সেই অমোঘ সত্যের কথা,
সেই ফেলে আসা চিরন্তন দিনের কথা-
অজস্র ভালোবাসা আসবে যাবে...
তবুও মনে থেকে যাবে সংগ্রামের দিনগুলির কথা।
যার ভালোবাসা কভু নাহি হারাবে-
থেকে যাবে এই মায়ার জগত সংসারে চিরন্তনী হয়ে।