ভেবেছিলাম আমি এক মুক্ত মানব
হৃদয়ের আশা,আকাঙ্খা,প্রত্যাশা,
সবই পাবো হাতের মুঠোয়।


স্বাধীনতা পাওয়ার আশায়
বুকে বেঁধেছিলাম একরাশ স্বপ্ন…
তাই হয়ে উঠেছে এখন দুঃস্বপ্ন।


সমাজের সর্বকোণে ঠিকই জ্বলেছে বাতি-
শুধু আধারে রয়েছে মোর হৃদয়ের সাথী।


তবুও অবিরত সমাজের হচ্ছে ক্ষয়,
হিংসা থেকে খুন…
যেন মানুষ্যজাতির এক বিশেষ গুণ।


চারিদিক ভরে উঠেছে পাপের আধারে,
স্বাধীনতার নামে আজ হচ্ছে জাতি-দ্বন্দ্ব!
মানুষও অবিরত হচ্ছে লোভে অন্ধ।


সমাজের সর্বকোনে জ্বলছে প্রলয়ের তাণ্ডব,
শিক্ষিত বেকারের হার হচ্ছে লক্ষ লক্ষ শত পার!
জ্ঞানের ভান্ডার যাচ্ছে কমে দুঃখী নয়নের জলে।


জীবনের খাতায় সুখের প্রাপ্তি আজ শূন্যতা-
স্বাধীনতার আশায় অবিরত দেখে চলেছি স্বপ্ন!
একদিন এই বসুন্ধরা হবে আলোকময়।


স্বাধীনতার হাত ধরে…
যতদূর চোখ যাবে দেখবে সবাই স্বপ্ন,
গড়বে এক নতুন দেশ নতুন ইতিহাস।