গুঞ্জনরত মৌমাছি আজ এসেছে
আমার বাগানে।
হয়তো এখানে সে পাবে না মধু
তবুও ঘুরে ঘুরে এসে বসবে
আমারই ডালে বারংবার।
নিয়তির এই নিছক মায়াজাল
আঁকড়ে ধরে আমাকে দুঃস্বপ্নের মতো।
কিছুটা কল্পনা,কিছুটা বাস্তবতা,
দুই'ই মিলে তৈরি হয় স্বপ্নসম,অনুভূতিময় জীবন।
কিন্তু আর বেশি দিন নয় মৌমাছির বিদায় প্রাক্কাল শুরু হয়েছে,
নিষিক্ত ফুল ঝরে পড়বে শিশিরে ভেজা মাটিতে
মৌমাছিও আর গুঞ্জন করবে না,
সেই একই সুরে…
সে চলে যাবে দূর বহুদূরে!