কি দেখছো অমন করে...
এটাই বাস্তবতা,এটাই সমাজ।
কয়জনই বা আছে সদয়,
হৃদয়বান মানুষ।
মানবিক হৃদয় দিন দিন বুঁজে যাচ্ছে,
অহংকার আর গরিমার জোয়ারে ভেসে।


হৃদয় আমার জ্বলে ওঠে-
পথহারা শিশুদের দেখে।
ওরাও তো মানুষ,ওরাও স্বপ্ন দেখে...
ওদের দু'চোখে জ্বলজ্বল করছে হাজারো স্বপ্ন!
ওরা সংগ্রাম করে চলেছে ঠিকই-
শিক্ষায় নয় নিত্যদিনের ভিক্ষায়,
দুবেলা দুমুঠো অন্নের জন্য।


আমরা কী পারি না..
ওদের প্রতি একটু মানবিক হতে।
যদি আমাদের কোন এক ছোট্ট অনুপ্রেরণায়,
ওরা হয়ে ওঠে সমাজ গড়ার কারিগর
যদি গড়তে পারে নতুন সমাজ,
তাতে ক্ষতি কি..!