নব যুগের নব নীতি
শিশুদের হচ্ছে মোবাইলে ক্ষতি।
মস্তিষ্ক ভরে উঠছে যতই-
অপ্রস্ফুটিত অবস্থায় বিকৃষ্ট ভাবনায়।
জ্ঞানের সাগরে শিশুদের গতি,
এখন প্রাপ্ত নম্বরই যাচাইয়ের রীতি।
জ্ঞান আরোহন রয়েছে পড়ে…
প্রাচীন সভ্যতার ইতিহাসে বিকায়ে।


নব যুগের নব নীতি
শিশুদের হাতে দাও মোবাইলের স্বীকৃতি।
এর হোক এক নিষ্কৃতি-
আর চাই না মোরা শিশুদের মস্তিষ্কের বিচ্যুতি।
নয়তো হবে সব জ্ঞানশূন্য নিরর্থক -
শিক্ষা সমাজের অগ্রগতি রইবে বিকায়ে…
আর গড়ে তুলবে এক,
বিকৃত,বিকৃষ্ট,নিষ্ক্রিয়মাণ সমাজ।