বসুন্ধরার আলোকে,
চোখ মেলেই দেখি...
মায়ের হাসিমুখটি।


অকিঞ্চনের বেশে
মায়ের দুঃখ ঘুচে,
চোখের জলে...
আমার মুখখানা দেখে।


গাথা আছে মোদের
মাতৃ সন্তানের মাঝে,
ভালোবাসার এক অসীম সেতু।
যার নেই কোন তুলনা,
নেইকো কোনো ভেদাভেদ।


আধ্যাত্মিকতার বন্ধনে,
বন্দিত রয়েছে মোদের মাঝে-
কত সুখ,দুঃখ,ক্লেশ,হাসি।


শুধু করি এই প্রতিজ্ঞা-
চিরসত্য কভু নাহি লুকাবো,
মোদের স্রষ্টা মায়ের কাছে।