মাগো,আমরা তোমায় ভালোবাসি!
তাইতো তোমার আরাধনা'য় মেতেছি সমগ্র জগতবাসী।
কখনো তুমি দুর্গা,কখনো সরস্বতী-
কখনো তুমি লক্ষী, কখনো বা কালি,
তোমার শত রূপের মাঝেও তুমিই শ্রেষ্ঠ মোরা সর্বদা মানি।
তোমার পদতলে শোভিত শত শত ভোগ ও পুষ্প-
পদ্ম-বৃন্ত হয়েছে আজ প্রস্ফুটিত।
মাগো,অন্ধকার ঘুচিয়ে জ্বালো আলো-
তোমার কৃপায় মোরা করব সকলের ভালো।
তোমার আরাধনা'য় মেতেছি জগৎবাসী,
তুমি ঘুচাও সকলের দুঃখ-বিলাসী!
বিশ্বজুড়ে ধ্বনিত হোক মিলনের জয়গান-
মাগো,তুমি পথ দেখাও হয়ে সবার মনের ধাম।