মোরা নই আপন ভাই
দুজনের বাড়িও দুই তীরে,
তবুও মোরা সারাক্ষণ থাকি একই নীড়ে।


সে এক বন্ধুর কথা,
নয় বা হল আপন কেউ-
কিন্তু পর তো নয়!


নাই কোন ভেদাভেদ,
নাই কোন মতভেদ।
তবুও মোরা চলি বন্ধু হয়ে-
আপন ভাইয়ের চেয়ে নয় যে কম কিছু।


সেথা এক ছোট্ট কথা,
তাতেই দুজনের হৃদয়ে লাগলো ব্যথা-
সেই সঙ্গে মোদের পথ হল আঁকাবাঁকা।


যেমন সাথীহারা প্রিয়জন জানে,
তার হৃদয়ের ক্ষতের কথা...
আমিও আজ বুঝেছি,
বন্ধুহীনা জীবন নয় তো সোজা।


বহুদিন তাকে কাঁদতে দেখিনি,
হৃদয়ে ছিল ব্যথা,তবুও শয়ে গিয়েছে-
হাজারো পাওয়া না পাওয়ার ব্যথা।


কিন্তু আজ তারে কাঁদতে দেখলাম,
এ নয় প্রিয়জন হারানোর কান্না
এ ভাই হারা অপর ভাইয়ের কান্না।


আজ যদি আমি স্তব্ধ হয়ে যাই-
তাহার সম্মুখে গিয়ে না দাঁড়ায়!
আমি কি জিতিয়া যাইবো,
জীবনের এই গোলকধাঁধায়।


যতই আসুক বাধা,যতই আসুক ঝড়-
তবুও শেষে সব ভুলে মোরা হইবো একাকার,
মোরা দুই বন্ধু দুই ভাই।