ইতিহাসে যখন সভ্যতার কথা পড়ি
শিউরে উঠি প্রাচীন রাজা-মহারাজের
জীবনযাত্রা ও যুদ্ধ সংগ্রাম দেখে!
দুর্ভিক্ষ তখনও ছিল,এখনো আছে-
কালের যাত্রায় চলতে থাকবে অনন্তকাল।
স্বাধীনতার অর্ধশত বছর পরেও,
স্বাধীনতা শব্দটা যেন এখনো বেমানান।
ভয়াবহতা ঘনিয়ে আসে মাঝে মাঝে,
এই প্রলয়ের বীভৎস্যতায় ক্রমশই নিঃশোষিত হচ্ছে সাধারণ মানব জাতি তথা নিষ্পাপ আত্মা!
যাদের ঠিকানা এখন নামহীন এপিটাফ।
অন্ধের মুখোশ পরে বসে আছে যারা,
তারা অনুভূতিহীন,পাথরের থেকেও শক্ত হৃদয়,
আচ্ছন্ন রয়েছে কলুষতা নামক বিভোর ঘুমে।
মুকুটহীন রাজার দেশে ধ্বংসের ত্রাস নেমেছে
লালসতা'য় ভরে উঠছে জাতি একাংশ!
এই জগতে আঁধারের মুখোশ পড়ে বসে আছে যারা
কালের কঠিনতম প্রলয়ের দন্ডিতে-
মুখোশ খসে পড়বে তাদের আচমকাই,
সেই সু-দূরবর্তী অপেক্ষায়…