সময় ফুরিয়ে এসেছে আমার
এখন সবই অপরিচিত লাগে।
পরিচিতি মুখগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে,
নিরন্তন আমার চোখের সামনে।


না তুমি,না সে,না আপন কেউ-
কেউ'ই আর আসে না আমার কাছে।
সবাই আজ ব্যস্ত হয়ে পড়েছে যুগের টানে,
নিঃসঙ্গতা আমাকে কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত।


দিনশেষে আমি আজ একাকী,
তবুও প্রতিনিয়ত দেখে চলেছি স্বপ্ন,আরও কত না কি!
জানি একদিন নিভে যাবে সকল সুখ-দুঃখের বাতি,
তবুও দুঃখ ছাড়া সাজে না মানব জাতি।


দিনশেষে আমি একাকী,অসহায়-
দমকা হাওয়া বইছে মৃতের শহরে।
ব্যর্থতা চারিদিকে ঘিরে ধরেছে আমাকে
জানি না আবার আসিব কি না ফিরে…
এই মানব জনমের তরে।


তবে আজ যাচ্ছি চলে,দূর তারাদের দেশে…
জ্বলবো ক্ষণিক টিপটিপ করে ধ্রুবতারার দেশে।