মধ্য নিশিতে ফুটেছে আকাশে চাঁদের হাসি
দমকা হাওয়ার প্রচন্ডতায়-
ভবঘুরে মন উদাসীনতায় সমুদ্র জলের
কল কল শব্দের বিভোর ঘুমে মাতায়।
নিঃশব্দ চারিদিক-
পূর্ণিমার রাতে এখন!
কল্পনায় আঁকে নানান ছবি সারাক্ষণ।
হঠাৎই আকাশকুসুম বাঁশি বাজে-
মনের এ এক অভিন্ন কলতান।
সুগন্ধি ফুলের মাধুর্যে,
ছন্দপতন হয় বাঁশির সুরের।
স্বপ্নচিত্রে ফুলের নগরী যায় না খোঁজা,
তারপরই হঠাৎ নিদ্রাভঙ্গ-
এতক্ষণ বিভোর ঘুমে দেখেছি শুধুই অলীক স্বপ্ন।