আমি পারি তোমার হৃদয়ের ফুল ফোটাতে
আমিই আবার পারি প্রচন্ড বিভীষিকা হয়ে যেতে
আমি কল্পনার দার্শনিক।


আমি দেখেছি বিশ্বের ভাঙ্গা গড়ার খেলা,
জন্মের মাঝেও শতাধিক মৃত্যু।
আমি দেখেছি তান্ডব,প্রকৃতির রুক্ষ বাস্তবতা,
কখনো মনোরম কখনো বা বিধ্বংসী প্রবাহমানতা।


তারই মাঝে ভালোবাসা এক কঠিন সত্যতা!
আমি অজস্র প্রেমিক দেখেছি,
কেউ জিতেছে ভালবাসায়,কেউ বা হেরেও জিতে গেছে…
নিজের কাছে,বিধাতার কাছে।


কিন্তু শুধু এই নয় মোর জীবনদর্শন;
জীবনে আরও আছে মোর বিধাতার কাছে অজস্র প্রার্থনা।
যদিও আমি চাই না তা লুকাতে…
বিধাতা কি কভুও শুনবে মোর সেই প্রার্থনা?