কিছু শব্দ,কিছু ভাষা,
নিজের অজান্তেই মনে পড়ে
বারংবার।
অভিধানে যার অর্থ সহজে
খুঁজে পাওয়া যায় না।
অনুভূতি যখন প্রখর হয়
তখন সেইসব শব্দ নিয়েই,
নিজের মনের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
সৃষ্টি হয় নতুন অনুভূতি,
কাউকে ভালো লাগার অনুভূতি,
যা সহজে ব্যক্ত হয় না।
মনের মধ্যে শুরু হয় 'প্রেম' কিংবা 'ভালোবাসা' শব্দটার টানাপোড়েন ও বিশ্লেষণ।
হৃদয়ের মানচিত্রে অঙ্কিত হয় এক নতুন ছবি
অভিধানে সহস্র প্রেমিক খুঁজতে শুরু করে,
শব্দে দুটোর গভীর মানে।
হৃদয় ও মস্তিষ্কে জুড়ে এক হয়ে যায় চিত্রটি
শুরু হয় ভালোবাসা নামক নতুন অধ্যায়।
কিছু প্রেমিক অমরত্ব প্রদানে বিরহের দার্শনিক হয়ে ওঠে।
আবারও শুরু হয় টানাপোড়েন,মনোমালিন্য,
তবে এবার প্রেম-ভালোবাসার নয়
প্রেমের অভিধানে কিছু শব্দের।