তোমার আখির সলিল চেয়ে আছি
আজও জ্বল জ্বল করছে...
বিরহের উন্মাদনা,অব্যক্ত কথা।


প্রকৃতির এই গোলকধাঁধায়-
বারে বারে ফিরে এসেও যদি,
আবারো ফিরে যেতে হয় তোমায়!
আপনজনের দেখানো সে পথে...


তবে কিসের ভালোবাসা?
কিসের'ই বা এত চাওয়া-পাওয়া,
কেন বিরহ উন্মাদনা জাগে তোমার মনে।


তোমার প্রেমাশ্রু হৃদয় আজ ছিন্ন-ভিন্ন,
হয়ে আছো এক ছন্নছাড়া পথিক।
কিন্তু আজও মোর মনে প্রেম জাগে,
তোমার কথা ভেবে কারণে-অকারণে।


সহস্র শতাব্দীর পরেও যদি জন্মাতে হয়,
সেদিনও ভালোবাসবো তোমায়।
মোর হৃদয়ের যত আছে যম-যাতনা,
দিব তোমায় উজাড় করে...
প্রেমের খেয়া বেয়ে।