হে নবাগত অনাদি প্রাণ
তোমাকে স্বাগতম এই জরাজীর্ণ
পৃথিবীর বুকে।


তোমার দেহ এখন কোমল,নিষ্পাপ-
সদ্যোজাত শিশু তুমি।
যখনই বড় হবে দেখবে,
এ পৃথিবীর বাস্তবতা,প্রাণবন্ত মানুষের অনুভূতি।


পৃথিবীর বুকে হাজারো রকম মানুষের বসবাস
কেউ হৃদয়বান কিংবা কেউ পাষাণ।
কেউ জাতি-বিদ্বেষ করে,
কেউ সর্ব জাতির মাঝে বাস করে।


এই পৃথিবীর বুকে থেকে তুমি জানবে,
হাজারো সত্যতা।
দেখবে হাজারো মানুষের কাপুরুষতা,
যাদের লালসতায় বিঁধেছে দেহ আর মন।


আজ পৃথিবীর বুকে আঁধার নেমেছে
এক অদ্ভুত আঁধার,
আলোর রেশ গেছে কমে জাতির মনন থেকে।


এ পৃথিবীর বুকে নতুন প্রাণের সঞ্চার হোক,
নতুন ভাবনার উদয় হোক-
আকাশ বাতাস ভুবন আবারও স্বাধীনতা পাক!


সদ্যোজাত শিশু তুমি বড় হও,মানুষ হও
হৃদয় জুড়ে মানবিকতার জোয়ার আসুক,
তোমার স্বাগতম নবাগত প্রাণ-
এই পৃথিবীর বুকে।