বারে বারে ফিরে আসতে ইচ্ছে হয়
এই বাংলায়,এই মায়া ঘেরা পরিবেশের মাঝে।
প্রকৃতির নীরবতা,শ্যামলতা আঁকড়ে ধরে
আমাকে বারংবার।


যার বিরুদ্ধে কেউ কখনো অভিযোগ করে না,
যার মাঝে আমি ফিরে পাই জীবনের মূলমন্ত্র,
বেঁচে থাকার আশ্বাস…
আমি ভালোবাসি এই প্রকৃতিকে।


জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত অনুভব করতে চাই
প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা গভীর একাত্মতাকে।
এই শান্ত,স্নিগ্ধ,তন্দ্রাচ্ছন্ন,মনোরম নীরবতায়-
আমি ডুবে যাই এক অজানা দেশে…
যেথায় আমি বেঁচে থাকার আমৃত্যু প্রাণ খুঁজে পাই।