কি দেখছ অমন করে?
গর্জে ওঠো অন্যায় দেখে।
তুমি তো প্রতিবাদী-
মানবতা তোমার সাজে না।


তুমি পারবে অন্যায়ের বিরুদ্ধে-
হাতিয়ার হয়ে উঠতে।
অন্যায় দেখে গর্জে উঠতে,
ঝলসানো আগুনের মতো।


সংগ্রামে ভরা তোমার জীবন,
ঘুচিয়ে ফেলো,আঁধারে ভরা দিন।
জ্বালিয়ে তোলো প্রকৃষ্ট শিক্ষার আলো,
জাগিয়ে তোলো মানবতার ঐক্যগান।


এ পৃথিবীকে মুক্ত করো,
অন্যায়,অপরাধ,মিথ্যাচারের হাত থেকে।
প্রতিবাদী হও...
উদ্ভাসিত করো নতুন সূর্যোদয়,নতুন আলো।।