বসুন্ধরার আলোকের  আঁকরে
নেইকো কোনো মায়ের তুলনা।
জগৎ জননী সারদা মায়ের
আলোকে দেখেছি তোমায়...
গুণমুগ্ধ হয়েছি আমি,
তোমারই নব পলকে।


সারদা মায়ের আঁধারে দেখেছি তোমায়-
যেন তারই প্রতিমূর্তি তুমি।
নব দিগন্তের,নব রূপে...
বারে বারে মনে হয় তুমি যেন-
তারই নব অভিধা।


তোমার মধুর সুবাসে,
করেছো আলোকিত চারিদিকে।
তবে কেন বাকি রয়েছে-
মোর হৃদয়ের বাসনা লুকিয়ে,
তব আলোকের আঁধারে মোরে-
করো তোমার ভালবাসা দান।
তুমি যে সারদা মায়েরই...
আরেক নাম।