বহুদিন পর আমি আবারো
এসেছি চেনা-অচেনার এই পথে,
আমার জমে থাকা কিছু স্মৃতি-
আর না বলা কথা নিয়ে।


এখনো তোমায় খুজে পাইনি,
সেই পুরনো ঠিকানায়।
শহরের অলিগলি অনেকটা বদলেছে...
কিন্তু বদলায়নি সেই কিনারাটা,
যেথায় মোরা করতাম রোজ বিরহের সংগোপন।


স্মৃতির শহর অনেকটা বদলেছে,
বদলেছে মানুষজন;
তাদের স্বভাব ও আদব কায়দা।
আদতে কি তারা আদৌ মনে রেখেছে-
তোমার ও আমার কথা!


সেই বৃষ্টি ভেজা দিনের পরে...
হঠাৎ মরচে ধরেছিল প্রেমের জোয়ার ভাটায়।
সভ্যতা এগিয়ে এসেছে অনেকটা,
আধুনিক থেকে আধুনিকতার দিকে।
বলো তো এবার-
আমরা কি বদলেছি!
নাকি আজও রয়েছি একে অপরের অপেক্ষায়-
স্মৃতিতে ভরা দিবা স্বপ্নের দেশে!