শিক্ষা যদি হয় সুখের অবয়ব
তবে সে শিক্ষা আজ কোথায়?
শত শত সাফল্য হয়েও,
যদি বসে থাকতে হয় পথের কোনে-
প্রতিবাদীর দাবিতে,সুবিচারের অপেক্ষায়!
তবে মোরা রয়েছি পড়ে কোন সমাজে,
কোন শিক্ষায়,শিক্ষিত হয়ে সুদিন চেয়ে।


ধীরে ধীরে জ্ঞানের জ্যোতি গেছে কমে...
প্রতিভা বুঝে যাচ্ছে আড়াল থেকে আড়ালে।
সমাজ আজ মেতেছে অন্ধ খেলায়,
যার ইতি হবে হয়তো কোন এক সময়ে।
কিন্তু কবে!কোন আকাঙ্ক্ষা পূরণের শেষে?
কোন প্রদীপই বা জ্বালানোর অপেক্ষায়-
আজও রয়েছি পড়ে মোরা সমাজের সর্বকোণে,
শিক্ষিত হয়ে।।