মাঝে মাঝে কেন তুমি জ্বলে ওঠো-
তোমার সেই পুরনো বিদ্রুপে!
আছে তোমার শিক্ষা ঠিকই,
না হয় একটু মোদের দিলেই ভিক্ষা।
কিন্তু তুমি রয়েছো পড়ে,
তোমার সাধের বাসনা নিয়ে...
যাহা নাহি হবে কখনো সম্ভবকর।
বারে বারে কেন তোমায়
সেই প্রত্যাশা পিছুটানে,
যাহা হবার নয়।
অর্থের গরিমা নয় ভাল
তাতে হবে শিক্ষার মান কালো।
তুমি জ্ঞানদায়িনী,তুমি জ্ঞানের জ্যোতি...
ভাবি প্রজন্মের দিশারী!
সমাজ গড়া তোমার কাজ,
শিক্ষার গরিমাও নয় ভালো
তাতে সমাজে হবে তোমার মান কালো।
যতটুকুই আছে তোমার শিক্ষা,
বিলিয়ে দাও স্বার্থহীনভাবে সেই ভিক্ষা।
দেখবে তোমার শিক্ষার গরিমা,
উঠবে জ্বলে সমাজে প্রত্যেক ঘরে ঘরে।




[কবিতাটির প্রেক্ষাপট:সাম্প্রতিক সমাজে ঘটে যাওয়া অন্যায় দেখে প্রতিবাদের ভাষাস্বরূপ হিসেবে কবিতাটি রচিত]