সন্ধ্যা নামার পরে,
ভালো লাগে আমার একাকী হাঁটতে-
পথের ওই নির্জন প্রান্তরে।
চারিদিকের স্তব্ধ কোলাহল
গাছের পাতার আবহমান বিচ্ছুরণ,দমকা হাওয়ায়-
কিছুটা স্বস্তি আসে মনে।


কল্পনায় ভাসি আমি
মোর বন্ধুহীন একাকী জগত সংসারে।
মনে মনে ভাবি আমি পথচারীর কথা
সেও এক নারী।
সন্ধ্যা নামার পরে বিষন্ন শহরে,
ভিড়ের মাঝে শুধু যেন তারে খুঁজি।


আজি বসন্তের প্রভাতে ওঠে নাই সূর্য-
তাই বৃষ্টিতে ভিজে গেছে মোর ধৈর্য।
শব্দহীন! তবুও মনে ভাসে প্রকৃতির এক অদ্ভুত শব্দ।
আকাশে ঘন কালো মেঘ,তারই মাঝে বিদ্যুতের ছটা-
আলোকহীন অন্ধকারে হৃদয় আজ বিপন্ন!
সন্ধ্যা নামার পরেও আমি আজ অবসন্ন।