জীবনের প্রদীপ জ্বালিয়েছি বটেই
তবুও ছুঁতে পারিনি তোমার হৃদয়।
বারে বারে মোর হৃদয়কে অভিশপ্ত করেছো,
নামহীন কোনো এক ভালবাসার স্বর্গে।


আমার জগৎ জুড়ে সর্বত্র দেখি,
শুধু তোমার ছবি শুনি শুধুই তোমারই নাম।
জানি এখন তোমার আমার মাঝে-
হয়েছে এক বিস্তর বেড়াজাল।


নিষিদ্ধ করে দিয়েছো মোরে,
তোমার কথা ভাবতে অবিরত।
বিশ্বজুড়ে এখন শুধুই হাহাকার,ক্লান্তি,অবসন্নতা,দুঃখ আর হতাশা।


এখন মোর হৃদয়ের প্রার্থনা
যতই থাকুক যাতনা!
সুখ খুঁজে পেয়েছি স্বর্গের মাঝে…
এই ভুবনে তাই নাহি সাজে।


তোমার হৃদয় জয় করতে গিয়ে
হয়েছি আমি বারে বারে ব্যর্থ।
তোমার নয়নে লুকিয়ে আছে এক গভীর অভিমান,
যদি তাই হয় তবে আমি দোষী!


তোমার হৃদয়ের দ্বারে…
ক্ষমা করে দিও মোরে শেষবার,মোর এই স্বর্গ শেষযাত্রার ক্ষণে।