কতটা পথ পেরিয়ে এলাম,
ক্লান্ত শরীর নিয়ে।
ভোরেই তোমার বাড়ির সামনে-
সুবর্ণলতা নিয়ে।
তোমার দীর্ঘ অপেক্ষা আর আমার
অঙ্কুরিত ভালোবাসা যেথায় শুরু,
হঠাৎ নিমিষেই স্তব্ধ হয়ে গেল সবই…
সেই সুবর্ণলতার বাইরে।


হয়তো দীর্ঘ বাসনার শেষে,
তোমায় পাব বলে আশায় ছিলাম।
নিমগ্ন ছিলাম তোমার তন্তুময় প্রেমে-
জানি তুমি স্তম্ভিত আমার কথা ভেবে।
যদি অভিমানই হয় তোমার শেষ কথা,


তবে জেনে রেখো সোনা,
তোমায় বিদায়,শুধুই ক্ষণিকের বিদায়।
আমি আবারও আসবো ফিরে…
তোমার বাড়ির সামনে,তোমার সামনে,
আমার স্তব্ধ হয়ে যাওয়া ভালোবাসা নিয়ে
মোদের স্মৃতির সুবর্ণলায় চেপে।


[উৎসর্গ: বন্ধুর শুভারম্ভ প্রেম বিচ্ছেদ]