তোমাকে প্রথম দেখেছিলাম,
আমাদের নৃত্য শালায়!
পায়ের নুপুরের ঝংকারে-
মাতিয়েছিলে তুমি গোটা মঞ্চটাকে।
সেদিন হয়েছিল আমাদের প্রথম দেখা,
প্রথম আলাপ,শুধুই সাময়িকের জন্য।
তুমি জ্বালিয়ে তুলেছিলে সৌন্দর্যের আলো,
ভিড়ের মাঝে ওই মঞ্চটাতে!
যেদিন তোমায় প্রথম দেখেছিলাম-
হয়েছিলাম প্রেমে মন্ন,শুধু তোমারই জন্য।
তোমার পায়ের নুপুরের শব্দ,নৃত্যের সমাগমে-
মনে জাগে প্রেমের আহ্বান।
দু চোখে জাগে কত নিবিড় স্বপ্ন...
আরোও জাগে কৌতুহল,কতই না ছন্দ,
কবে আবার দেখবো তোমায়-
হৃদয়ে  রাখবো গেঁথে,শুধু আমারই জন্য।।