আমি কবি
আমার কোন সীমা নেই।
আমি কোন বাধা মানি না
মিথ্যাকে ধ্বংস করে,
সত্যকে জাহির করি সর্বসমুখে।


কখনো পৌঁছে যাই-
মানব হৃদয়ের অন্তর থেকে অন্তরালে।
যেখানে সুখের নেই কোন ঠাঁই,
তবুও সবাই দুঃখের মাঝে সুখ খুঁজে যায়।


আবার কখনো পৌঁছে যাই-
কাল্পনিক জগতে।
যেখানে সবাই হৃদয়ের ছবি আঁকে,স্বপ্ন দেখে,
সম্ভাব্য আশা নিয়ে বেঁচে থাকে অজস্র মানুষ সহস্র কাল ধরে…


আমি সাহসা কলমধারী ঠিকই,
কিন্তু কখনো কবি হতে পারিনি!
তোমার হৃদয়ের অসীমে পৌঁছাতে পারিনি-
তাইতো ভালবাসার নামে হতাশা নিয়ে বেঁচে আছি।


আমরা সবাই ভুলে থাকতে চাই-
কখনো সম্পর্কের নামে,কখনো বন্ধুত্বের নামে,
আবার কখনো ভালবাসার নামে।


মনুষ্য হৃদয়ের এক গোপন হাহাকার,
"তোমায় ভালোবাসি" কথাটা বলতে না পারা।
কত প্রেমিক এইভাবে আজও ভালোবেসে যাচ্ছে
নিরবে,নিঃশব্দে…


হয়তো চিরন্তন কাল ধরে চলতে থাকবে,
এই আশা,হতাশা, নিঃসঙ্গতা ও একতরফা ভালোবাসার কাল স্রোত…


ভালোবাসা কখনো মরে না,
তাইতো আমি এই কঠিন সত্যকে ভালোবাসি
তোমার অসীমে।