একদিন সব ঝড় থেমে যাবে,
এই উল্লাস,এই আনন্দ,এই দুঃখ,হাহাকার সবই…
জীবনের রং বদলাবে,
ইতিহাস লেখা হবে বেকারত্বের আঁখি জলে।
পাখির কণ্ঠে জাগবে না আর সকল পাড়া,
বিলীন হবে প্রাণচঞ্চল হৃদয়!
কেউ আর ভালোবাসার কথা বলবে না
লেখা হবে না প্রেম বিরহের গীতি।
পড়ে রইবে শুধু জগতে আক্ষেপের স্মৃতি,
সেই না বলা কথা,অতৃপ্ত হৃদয়ের বাসনা,
প্রাণহীন অন্ধকারময় মরুভূমির প্রান্তরে প্রান্তরে…
তবুও একদিন উল্লাস থেমে যাবে,
আক্ষেপের আগুনও নিভে যাবে।