আজ জীবনের শেষ কিনারায় পৌঁছে,
নিজেকে বুঝলাম এবং উপলব্ধি করলাম;
এই বিশাল আয়তন স্বপ্নময় পৃথিবীর মধ্যে
আমরা ক্ষুদ্র জীব মাত্র।


আমাদের মত মানুষদের কোন মূল্য থাকে না,
এই সমাজে আত্মীয় বা পারিপার্শ্বিকের কাছে
জীবনটাকে উপলব্ধি করা খুবই কঠিন।


যদি আমরা সেটা বুঝতে না পারি
কিংবা সমাজে যদি নাই প্রতিষ্ঠিত হতে পারি;
তবে সব প্রচেষ্টাই রইবে বৃথা।


জীবনটাকে তখনই উপলব্ধি করতে পারি,
যখন জীবনের শেষ কিনারায় পৌঁছে-
সারা জীবনের কর্ম ব্যাপ্তিটা বুঝতে পারি।