ভুলে গেছো বুঝি?
এই তো সেদিন-
তুমি আর আমি মিলে কুড়িয়েছিলাম,
অজস্র প্রেমের কবিতা।


অন্তহীন এই চলার পথে...
আজ হারিয়ে ফেলেছি তোমাকে।
মাঝে মাঝে তুমি নিস্তেজ হয়ে পড়তে
জোনাকি পোকার মতো।


কখনো বা আনন্দের উচ্ছ্বাসে-
প্রেমের অশ্রু ঝড়তো তোমার চোখে।


ভুলে গেছো বুঝি?
মৌমাছি হয়ে গুনগুন করতে
মোর হৃদয়ের চারপাশে।


এখন যদি বলি আমি ভালো নেই-
কিংবা ধরো,তুমি আমার জীবনে নেই,
দিবারাত্রি হৃদয় জ্বলে ওঠে!


কখনো বা বারুদের মত উসখুস করি-
তোমার কথা ভেবে ভেবে...


তবুও আজ নির্ভীক হয়ে দাঁড়িয়ে আছি-
তোমার আসার পথ চেয়ে।
জানি তুমি আসবে ফিরে..
মোর আঁধারে চলার বাতি হয়ে।


যদি নাই বা আসো ফিরে,
তবে মনে রেখো আমার এই লেখা-
হবে না কভু বৃথা।


তবুও পড়ে রইবো
ভালোবাসায় অন্ধপথিক হয়ে...
অভিনীত জগতে তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে।