গোটা একটা প্রজন্ম আজ,
দুর্নীতির পদতলে সমাহিত।
ভাবী শিক্ষার আঁচ বুঝে যাচ্ছে-
পথভ্রষ্ট বেকারত্বের দৃশ্য দেখে।
অন্ধকার যেন ঘনিয়ে আসছে...
মানবিক হৃদয় যদি থাকে আজও বেঁচে-
তবে তোমরা সদয় হও,
হৃদয়বান হও।
ভাবী প্রজন্ম উঠবে গড়ে,
তোমাদের হাত ধরে।
সুন্দর হবে এই ভুবনধারা-
সবাই একই সাথে একই হাতে প্রতিজ্ঞাবদ্ধ হও।
যুগের পতন থেমে যাবে,
ভরে উঠবে এই ভুবনধারা-
আনন্দের আলোকে আলোকে...
শিক্ষার নব আঙ্গিকে।