ইতিহাসের নন্দীগ্রাম রক্তে গিয়েছে ভেসে
       আজ যারা কাঁদছে দেখো
         থাকতো তারা হেঁসে!!
     কত বাবার ব্যথায় ভরেছে বুক
      কত মায়ের কোল হয়েছে শূন্য
      কত সন্তানের ম্লান হয়েছে মুখ
    তরুন-তরুনীর স্বপ্ন হয়েছে চূর্ণ!


   থাকতো তারা সুখেতে চাষ করে
      মায়ের সমান ছিল তাদের মাটি
    মিলেমিশে থাকতো একসাথে
     মনটা তাদের ছিল বড় খাঁটি।


     উঠল বেজে হঠাৎ রন ডঙ্কা
        ১৪ই মার্চ সালটা ২০০৭
     রাইটার্স থেকে নির্দেশ দিল বাবু
       কৃষকদের করতে উৎখাত।


  ক্যাডার বাহিনীর লাল বুলেটের জোরে
     প্রতিবাদীদের কণ্ঠরোধের চেষ্টা
   মমতা দিদির প্রতিরোধ গড়ে তোলাতে
     ধামাচাপা দিতে পারেনি শেঠজি কেসটা।


         গোটা বিশ্ব স্তম্ভিত হল দেখে
             সিপিএমের ভয়ঙ্কর সন্ত্রাস
               ৩০-২৩৫ এর দম্ভ
      কমরেড দের কলঙ্কের ইতিহাস।।।।