নির্ভাবনা নির্ঝঞ্ঝাটে কাটিয়েছি জীবন
         সে সব কথা ভাবলে
         এখন কেঁদে ওঠে মন।
     ছোট ছিলাম কিশোর ছিলাম
           অবুঝ ছিলাম বটে
          দুস্টু বুদ্ধি ছাড়া আর
          কিছু ছিলোনা ঘটে।
       বাবা মায়ের কষ্ট কেন
             তখন বুঝিনি?
       শেষ বয়সে বাবা মা কি
            এখন বুঝেছি!
       দাঁত থাকতে দাঁতের মর্ম
           যদি না যায় বোঝা
       বাকি জীবনটা কাটবে কষ্টে
          হবেনা চলা সোজা।।।