"মুড়ি" আমাদের ফিরিয়ে দাও
  নইলে বিজেপি বিদায় নাও
চালের ওপরেও জিএসটি
তাকিয়ে তোমরা দেখছো কি?

গ্রাম বাংলার কৃষক ভাই
বলছে এবার জবাব চাই
ব্যাংকে রাখলে লোপাট টাকা
ঘরেতেও যাবেনা রাখা।

শহর জুড়ে শ্রমিক ভাই
বলছে এবার বিচার চাই
বাজার আগুন খাবো কি
আনছো তোমরা ফাইভ জি।

দাম বাড়লে সব জিনিসের
  চলবে কেমন করে
জোনখাটা ওই মানুষগুলো
  আগেই গেছে মোরে।

সরকারি ওই চাকুরে যত
তাদেরি D.a T.a বাড়ে
শিল্পপতি নেয় বুঝে ঠিক
গরিবের ওই পকেট মেরে।

দিদি তুমি এগিয়ে যাও
আমরা আছি তোমার সাথে
এই বাংলার দিয়েছি ভার
  দেশটাও তুলে দেবো হাতে।