গ্রামের মানুষ সহজ সরল
    সরল তাদের মন
কাউকে তারা পর ভাবেনা
    সবাই আপন জন।


মিলে মিশে থাকে সবাই
   নেই কোনো ভেদাভেদ
বড়লোক তারা নাইবা হলো
   তাতে নাই কোনো খেদ।


গরিব বলে তাইতো তারা
গরিব কে যে বোঝে
দামি পোশাকের ধারধারে না
   ভালো মনটা খোঁজে।।।