মানুষ হয়ে জন্মেছি শুধু
         ভুলে বোসে আছি মানবিকতা
       দায় সারা হাঁটি মোমবাতি নিয়ে
          কালো ব্যাচ বুকে মুখে নীরবতা।
    এর থেকে বেশি কি আর কাজ?
       আমাদের মত সাধারণের আজ!
    এটাই ভেবে সান্তনা নিয়ে
           শান্তি খুঁজি মনে!!
     অপরাধী হাজার অপরাধ কোরে
        বেঁচে যায় কিছু অর্থের জোরে
            নির্যাতিত মানুষ আজো
            কাঁদে ঘরের কোনে।
     শকুন যেমন ভাগাড়ের দিকে
          নজর দিয়ে রাখে
    দুর্নীতিবাজ সাধু সেজে আজ
     সমাজে তেমনি থাকে।
    সহজ সরল মানুষ গুলো
           একটু বাঁচার জন্য
     দিনরাত্রি কাজ করেও
       পায়না দু-মুঠো অন্ন।
ভরা পেটে বড় বড় ভাষণ দেয় যারা
      গরীব কে নিয়ে রাজনীতি করা
                  ছাড়বে না হায় তারা,
চলছে যেমন চলবে তেমন এটাই ভবিষ্যৎ
বিষ্ণু আসো চক্র নিয়ে পাপীকে করো বধ্।।।।