মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় গিয়ে দেখি
আমার মত হাজার হাজার মানুষের কোলাহল
ভয়ংকর থেকে ভয়ংকরতর সমস্যায় জর্জরিত
মনের কথা বলতে গিয়ে ফেলছে চোখের জল।


কেউ যে থাকে অনাহারে ভিক্ষা করে দ্বারে দ্বারে
থাকার মতো আশ্রয় নেই পথি তাদের ঘর
কারো আবার সবি আছে শান্তি নেই মনের মাঝে
     টাকা ছাড়া এই পৃথিবীর বাকি সবাই পর।


নিঃসন্তান দম্পতিরা সন্তানের তরে
   নানান স্থানে ঘুরে ঘুরে মাথা ঠুকে মরে
চার-পাঁচটা ছেলেমেয়ে নিয়ে পরিবার
   চাপের কাছে বাধ্য হয়ে নেয় যে মেনে হার।


এদের দুঃখের কাছে সত্যি আমার দুঃখ কতটা
   মহাসাগরের কাছে একটা দিঘি যতটা
যার যতটা আছে সেটা নিয়েই খুশি থাকো
    স্নেহ মায়া ভালোবাসা হৃদয় জুড়ে রাখো।