আমি এখন ছোট্ট খোকন
    ছোট্ট চারা গাছ
তাই তোমরা কেউ বোঝনা
   কথা শোননা আজ।


একটু একটু করে আমি
   বড় হবো একদিন
বটবৃক্ষের আকার নেব
   দেখবে সেই দিন।


তখন তোমরা যদি আসো
  আমার কাছে দরকারে
যথা সাধ্য লাগবো কাজে
  বলতে এটাই কে পারে।


অবহেলা কোরোনা তাকে
আজ দুর্বল হয়তো সে
শক্তিশালী হবে একদিন
তোমাদেরি লাগবে কাজে।


চিরকাল কেউ এক থাকে না
পরিবর্তনের নাম সমাজ
আমি তোমাদেরি ছোট্ট খোকন
         ছোট্ট চারা গাছ।।।।