ওরে ভন্ড ওরে দুর্বৃত্ত
তোমার নেই যে ক্ষমা
চিত্রগুপ্ত খাতায় সবি
  রাখছে লিখে জমা।


বাড়ি আছে গাড়ি আছে
    টাকা কারি কারি আছে
ভালো মানুষের মুখোশটা আজ
   সামনে সবার খুলে গেছে।


এত কিসের চাহিদা তোমার
  এত কিসের লোভ
দুদিনের এই জীবনটাতে
   করতে পারবে ভোগ?


পাপ পুণ্যের বিচার সবি
এই মাটিতেই হবে
পাবেনা তুমি একটুও পার
   বুঝবে মজা তবে।


সকাল বেলায় দুচোখ খুলে
    দেখবে অন্ধকার
আশেপাশে যারা ছিল
সবাই পগার পার।


শাস্তি তুমি একাই পাবে
   সঙ্গে কেউ থাকবে না
দেখবে সবাই ঘৃনার চোখে
   ভালোবেসে কেউ ডাকবে না।