জাতপাত নিয়ে দ্বন্দ্ব কেন?
না খেলে কেউ দেবেনা খেতে
বেকারত্বের জ্বালা ভুলে
  ধর্ম নিয়ে আছি মেতে।


মূল্যবৃদ্ধির কম্পিটিশন চলছে
      দেখি বাজার জুড়ে
লক্ষ টাকার পোশাক পড়ে
   দেশের প্রধান ভবঘুরে।


ভোটে মিথ্যে প্রতিশ্রুতি
     ফেরাবে কালাধন
পাঁচটা বছর নাওনি খোঁজ
    আমরা আছি কেমন।


গ্যাসের দামেই পেট ভরে যায়
   লাফিয়ে আজ হাজার ৮০
গরিবের ওই টাটকা লাশে
   দাঁড়িয়ে জেতো বারানসি।


পেট্রো পণ্যে হাত দিতে যাই
   লাগে ভীষণ ছ্যাঁকা
১৫ লক্ষ ঢুকবে কবে
  আজো একাউন্ট ফাঁকা।


ছোট্ট বিকাশ অভুক্ত থাকে
   সারা রাত কাঁদে হায়
চুরি করে তোমার বিকাশ
    বিদেশ চলে যায়।