ধরেছে ভাঙন ইটের দেওয়ালে
ধরেছে ভাঙন ফলা আর নাঙলে
মরচে পড়েছে যন্ত্রের কলে
এটাকেই কি উন্নয়ন বলে?
সংসার আজ টুকরো টুকরো
একটা ভেঙে হয়েছে চার
সরকার চলে ঋণের টাকায়
বিশ্বব্যাংক দিচ্ছে ধার।
ফসলের দাম পাচ্ছে না বলে
মরছে কৃষক ভাঙছে ঘর
দালাল ফোঁড়ে ফুলে ফেঁপে ওঠে
বেড়ে চলেছে বাজার দর।
২৮,৩০ আলুর কেজি!
১৫০টাকার পিঁয়াজ ভাই!
সরকার যদি উদাসীন থাকে
আমরা তবে কোথায় যাই।
শিল্পের আজ ভগ্নদশা
ডিগ্রি নিয়ে করবে কি?
দেশের মানুষে ভাঙন ধরেছে
ভস্যে ঢালছি ভেজাল ঘী।।।।