ঝরা পাতাগুলো ঝরে পড়ছে অনেক আগেই,
মরা হৃদয়ের স্পন্দন থেমেছে অনেক আগেই।
হ্যাঁ অনেক আগেই,
মৃত ভালোবাসা ভালোবাসতে ভুলে গিয়েছে ,
স্বপ্ন তার কল্পনায় রং মাখতে,
স্মৃতি নিজের অতীতে ঝাঁকতে,
সত্যি, সত্য ভুলে গিয়েছে অনেক আগেই।
নতুন যা কিছু চেনার ,
নতুন যা কিছু শেখার ,
আমি শিখতে চাই।
আমি আবারও ভালোবাসতে চাই।
দুচোখের গভীরে,
এলো চুলের মাঝে হারাতে চাই।
স্মৃতির কোরে নতুন স্মৃতি জমাতে চাই।
সত্যের সত্যকে প্রমাণ করতে চাই।
স্বপ্নের কল্পনায় রামধনু আঁকতে চাই।
মৃত হৃদয়ে স্পন্দন ফেরা তে চাই।
তোমাকে তোমার মতো করে আমার করতে চাই।
ঝরা পাতাগুলো ঝরার আগে আমি ভালোবাসতে চাই।